শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক এবং নতুন গল্প, নতুন জুটি। জোর খবর, প্রথমবার জি বাংলার একটি আসন্ন ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছেন শ্রীতমা মিত্র এবং অর্পণ ঘোষাল। জি বাংলার ‘মন দিতে চাই’ ধারাবাহিক থেকে কিছুদিন আগেই সরে এসেছেন শ্রীতমা। নতুন ধারাবাহিকে কাজ শুরুর কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী- একথা সকলেরই জানা। একই চ্যানেলের নতুন ধারাবাহিকের মাধ্যমে আবারও দর্শকদের কাছে ফিরতে চলেছেন অভিনেত্রী। তবে এই খবরের পাশাপাশি আরও একটি বড় চমক- মেয়েবেলার পর ছোট পর্দায় ফিরছেন সকলের প্রিয় ডোডোদা অর্থাৎ অভিনেতা অর্পণ ঘোষাল। দ্বিতীয় ধারাবাহিক ‘মেয়েবেলা’ শেষ হওয়ার পর থেকেই ছোট পর্দায় অর্পণকে দেখার জন্য অপেক্ষা করেছেন তাঁর অগুনতি অনুরাগীরা। অবশেষে অর্পণ নাকি ছোট পর্দায় ফিরছেন এবং জি বাংলার নতুন ধারাবাহিকে শ্রীতমার বিপরীতে- শোনা যাচ্ছে এমনটাই।
তবে এখনও নিশ্চিত হয়নি কিছুই, যদিও শ্রীতমা যে নতুন ধারাবাহিকের জন্যই মন দিতে চাই থেকে সরে এসেছিলেন সে খবর সত্যি। মেয়েবেলা ধারাবাহিক শেষ হওয়ার পর থিয়েটার, ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত থেকেছেন অর্পণ, কারণ থিয়েটার অর্পণের প্রথম প্রায়োরিটি। যদিও দুটি ধারাবাহিকের পরই ছোটপর্দা তেও বেশ পাকাপাকি জায়গা করে নিয়েছেন অর্পণ। একাধিক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে বিভিন্ন চ্যানেলে, আবার শেষও হচ্ছে পুরনো ধারাবাহিক। এমনই শেষ হয়ে যাওয়ার পরও যে জুটিকে দর্শকেরা আজও মনে রেখেছেন তাহলে ডোডো দা এবং মৌয়ের জুটি। এই নতুন জুটি কি এমন ভাবেই জায়গা করে নেবে দর্শকদের মনে - সেটাই এখন দেখার।
তবে এখনও নিশ্চিত হয়নি কিছুই, যদিও শ্রীতমা যে নতুন ধারাবাহিকের জন্যই মন দিতে চাই থেকে সরে এসেছিলেন সে খবর সত্যি। মেয়েবেলা ধারাবাহিক শেষ হওয়ার পর থিয়েটার, ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত থেকেছেন অর্পণ, কারণ থিয়েটার অর্পণের প্রথম প্রায়োরিটি। যদিও দুটি ধারাবাহিকের পরই ছোটপর্দা তেও বেশ পাকাপাকি জায়গা করে নিয়েছেন অর্পণ। একাধিক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে বিভিন্ন চ্যানেলে, আবার শেষও হচ্ছে পুরনো ধারাবাহিক। এমনই শেষ হয়ে যাওয়ার পরও যে জুটিকে দর্শকেরা আজও মনে রেখেছেন তাহলে ডোডো দা এবং মৌয়ের জুটি। এই নতুন জুটি কি এমন ভাবেই জায়গা করে নেবে দর্শকদের মনে - সেটাই এখন দেখার।
